Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

কোন সমাসের কোন পদ প্রধান ? -- সমাস (তৃতীয় পর্ব ) :

  আমরা সাধারনত জেনে থাকি সংস্কৃতে সমাস প্রধানত চার প্রকার । আর বাংলায় সমাসকে মোটামুটি ছয় প্রকার ধরে নেওয়া হয়। দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ...

 


আমরা সাধারনত জেনে থাকি সংস্কৃতে সমাস প্রধানত চার প্রকার । আর বাংলায় সমাসকে মোটামুটি ছয় প্রকার ধরে নেওয়া হয়। দ্বন্দ্ব, তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, বহুব্রীহি ও অব্যয়ীভাব সমাস । কিন্তু আমরা প্রায়শই যে বিষয়টি গুলিয়ে ফেলি, তা হল কোন সমাসের কোন পদ প্রধান । কোন সমাসের বিপরীত কোন সমাস হয় । চলো আজকের এই ক্লাসে এই সমস্যার সমাধান করবো ।

প্রথমে আসি দ্বন্দ সমাসে । দ্বন্দ কথার সাধারন অর্থ ঝগড়া বা মিলন । আচ্ছা ঝগড়া বা মিলন একজনের পক্ষে সম্ভব ? কি সম্ভব নয়, তাই তো । একদম ঠিক । ঝগড়া বা মিলন করতে দুজনের সমান ভূমিকা থাকে । তাহলে মনে রাখবে দ্বন্দ্ব সমাসের উভয় পদ প্রধান

 এবার আসি তৎপুরুষ সমাসের ক্ষেত্রে । আচ্ছা তৎ মানে কি -- তার । তার পুরষ মানে পর পুরুষ । তাহলে তৎপুরুষ কথার অর্থ পর পুরুষ । তাই তৎপুরুষ সমাসের পরপদ প্রধান

 এবার আসি কর্মধারয় সমাসের ক্ষেত্রে । যেহেতু আমরা চাকরি বা অন্য কাজ করতে গিয়ে পরের কর্ম করি । তাই মনে রাখতে হবে কর্মধারয় সমাসের পরপদ প্রধান

 দ্বিগু সমাসের ক্ষেত্রে :  দ্বি কথার অর্থ দুই বা দ্বিতীয় । দ্বিতীয় মানে হল আমি বাদে অন্য জন অর্থাৎ পর । তাই এই সমাসেও পরপদ প্রধান

 বহুব্রীহি সমাসে : বহুব্রীহি শব্দের অর্থ অনেক ধান্য আছে যার । দেখো -- এখানে একজন বা দুজন নয় এখানে ‘অনেক’ বোঝাচ্ছে । তাহলে কেউই প্রধান নয়, অনেকেই প্রধান । তাই বহুব্রীহি সমাস কোনো পদ প্রধান নয়

 সব শেষে আসি অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে । আমরা ছোটো বেলায় বাংলা বর্ণমালা পড়ার সময় প্রথমে কোন বর্ণ উচ্চারণ করেছিলাম ? ‘অ’ --- তাই তো ? তাহলে অ হল প্রথম বর্ণ । আর দেখো অব্যয়ীভাব সমাসের বানানের ক্ষেত্রেও ‘অ’ প্রথমে অর্থাৎ পূর্বে রয়েছে । তাই অব্যয়ীভাব সমাসের পূর্বপদ প্রধান


তাহলে এক নজরে আমরা জেনে নেবো :
 দ্বন্দ্ব--- উভয় পদ প্রধান, 
 তৎপুরুষ সমাস --- পরপদ প্রধান, 
 কর্মধারয় সমাসে --- পরপদ প্রধান, 
 দ্বিগু --- পরপদ প্রধান, 
 বহুব্রীহি সমাস --- কোনো পদ প্রধান নয় এবং 
 অব্যয়ীভাব সমাস --- পূর্বপদ প্রধান।

আজকের ক্লাস এখানেই শেষ করছি । আশা করছি কোন সমাসের কোন পদ প্রধান -- সে সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো । কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে নীচের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো ।  
ভিডিও লিঙ্ক : https://youtu.be/GImboqKv9xA  (এখানে ক্লিক করুন)
চ্যানেল লিঙ্ক : https://youtube.com/@Bengaliguidance  (এখানে ক্লিক করুন )

No comments