Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

নবম শ্রেণীর ‘সাহিত্য সঞ্চয়ন’ বইয়ের সমস্ত উৎসঃ

নবম শ্রেণীর ‘সাহিত্য সঞ্চয়ন’ বইতে ১৪টি কবিতা, ৮টি গল্প , ৬টি প্রবন্ধ এবং ১টি নাটক রয়েছে । সমস্ত রচনার উৎস একত্র করে উপস্থাপন করা হল ।


নবম শ্রেণীর ‘সাহিত্য সঞ্চয়ন’ বইতে ১৪টি কবিতা, ৮টি গল্প , ৬টি প্রবন্ধ এবং ১টি নাটক রয়েছে । সমস্ত রচনার উৎস একত্র করে উপস্থাপন করা হল ।
১."কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি"
⇛ কবি - মুকুন্দরাম চক্রবর্তী।
⇛ উৎস: চন্ডীমঙ্গল কাব্যের আথেটিক খন্ড তথা কালকেতুর উপাখ্যান অন্তর্ভুক্ত "কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টি আরম্ভ"।

২."ধীবর বৃত্তান্ত"
⇛ লেখক- কালিদাস।
⇛ উৎস: ‘অভিজ্ঞান শকুন্তলা’ নাটকের ষষ্ঠ অঙ্ক।
⇛ তরজমা: সত্যনারায়ণ চক্রবর্তী।

৩. ‘‘ইলিয়াস’
⇛ লেখক : লিও টলস্টয়
⇛ উৎস: Twenty Three Tales (১৮৮৫)
⇛ তরজমা: মণীন্দ্র দত্ত।

৪."সাত ভাই চম্পা"
⇛ কবি: বিষ্ণু দে।
⇛ উৎস: সাত ভাই চম্পা।

৫.“দাম"
⇛ লেখক : নারায়ণ গঙ্গোপাধ্যায়
⇛ উৎস: ১৩৬৫ বঙ্গাব্দে শারদীয়া "তরুণের স্বপ্ন" তে প্রথম প্রকাশিত হয়েছিল।


৬."এই জীবন"
⇛ কবি: মুনীল গঙ্গোপাধ্যায়।
⇛ উৎস: "দেখা হলো ভালোবাসা বেদনায়"।

৭. নব নব সৃষ্টি"
⇛ লেখক: সৈয়দ মুজতবা আলী।
⇛ উৎস: এটি "মামদোর পুনর্জন্ম" প্রবন্ধের সম্পাদিত অংশ। মূল প্রবন্ধগ্রন্থটির নাম "চতুরঙ্গ"। ১৯৬০ খ্রিস্টাব্দে এটি "বেঙ্গল পাবলিশার্স" থেকে প্রকাশিত হয়।

৮"নূতন জীবন"।
⇛ লেখিকা: হিরন্ময়ী দেবী।
⇛ উৎস: "জীবনের মূল্য"। পরে হিরস্ময়ী দেবীর কবিতা সংগ্রহে স্থান পায়।

৯. "ঝোড়ো সাধু"
⇛ লেখিকা: মহাশ্বেতা দেবী।
⇛ উৎস: ‘বাঘ শিকারী’ গল্পগ্রন্থের ১২ নম্বর গল্প। পরে মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ সংকলনে স্থান পায়।

১০"পখে প্রবাসে"
⇛ লেখক: অন্নদাশঙ্কর রায়।
⇛ উৎস: "পখে প্রবাসে"।

১১."ঘর"
⇛ কবি: অমিয় চক্রবর্তী।
⇛ উৎস: "খসড়া"(১৯৩৮) কাব্যগ্রন্থ।

১২."হিমালয় দর্শন"
⇛ লেখিকা: বেগম রোকেয়া।
⇛ উৎস: কূপ মন্ডপের হিমালয় দর্শন। মহিলা পত্রিকায় প্রকাশিত। কার্তিক ১৩১৯ বঙ্গাব্দে ।

১৩"নোঙর"
⇛ কবি: অজিত দত্ত ।
⇛ উৎস: "শাদা মেঘ কালো পাহাড়’ ।১৯৭০ খ্রিস্টাব্দে প্রকাশিত এই কাব্যগ্রন্থটি কবির সর্বশেষ কাব্যগ্রন্থ। অজিত দত্তের শ্রেষ্ঠ কবিতা" নামক কবিতা সংকলনেও "নোঙর" কবিতাটি স্থান পেয়েছে।

১৪."পালামৌ"
⇛ লেখক: সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
⇛ উৎস: "পালামৌ"।

১৫:"খেয়া"
⇛ কবি: রবীন্দ্রনাথ ঠাকুর।
⇛ উৎস:"চৈতালি" (আশ্বিন ১৩০৬ বঙ্গাব্দ বা ১৮৯৬ খ্রিস্টাব্দ) কাব্যগ্রন্থের ১৯ সংখ্যক কবিতা। কবিতাটির রচনাকাল ১৮ই চৈত্র, ১৩০২ বঙ্গাব্দ।

১৬."আকাশে সাতটি ভারা
⇛ কবি: জীবনানন্দ দাশ।
⇛ উৎস: "রূপসী বাংলা"। কবি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করে যান "আবহমান বাংলা, বাঙালি”-কে। এই কাব্যগ্রন্থটি লেখা হয় ১৯৩৪ খ্রিস্টাব্দে। কিন্তু এটি কবির মৃত্যুর পর ১৯৫৭ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কবিতাটি এই কাব্যগ্রন্থের ৬ সংখ্যক কবিতা।

১৭."বর্ষা"
⇛ লেখক : প্রমথ চৌধুরী ।
⇛ উৎস: "বিচিত্র প্রবন্ধ"।

১৮."আবহমান"
⇛ কবি: নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
⇛ উৎস: "অন্ধকার বারান্দা" কাব্যগ্রন্থের ৩০ সংখ্যক কবিতা। কবিতাটির রচনাকাল ১৮ ই ভাদ্র, ১৩৬৫ বঙ্গাব্দ। 


১৯."উপোস"
⇛ লেখক: বিভূতিভূষণ মুখোপাধ্যায়।
⇛ উৎস: "দুষ্ট লক্ষ্মীদের গল্প’’

২০."ভাঙার গান"
⇛ কবি : কাজী নজরুল ইসলাম
⇛ উৎস: "ভাঙার গান" কাব্যের প্রথম কবিতা "ভাঙার গান"। 
    পাঠ্য গানটি অসহযোগ আন্দোলনের সময় রচিত। সুকুমাররঞ্জন দাশের অনুরোধে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ সম্পাদিত "বাঙালির কথা" নামক সাপ্তাহিক পত্রিকার জন্য কবি এই গানটি লেখেন এবং এটি ১৯২২ খ্রিস্টাব্দের ২০ই জানুয়ারি ওই পত্রিকায় প্রকাশিত হয়। 

২১. "চিঠি"
⇛ লেখক : স্বামী বিবেকানন্দ।
⇛ উৎস: "বাণী ও রচনা" গ্রন্থের সপ্তম খণ্ডে (তৃতীয় সংস্করণ, আগস্ট ১৯৭৩) রয়েছে। এই গ্রন্থে এটি ৩৬০তম চিঠি। গ্রন্থটির প্রকাশক স্বামী বিশ্বশ্রযানন্দ এবং প্রকাশন সংস্থা উদ্বোধন কার্যালয়।

২২. "আমরা"
⇛ কবি: সত্যেন্দ্রনাথ দত্ত।
⇛ উৎস: “কুহু ও কেকা”। এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৩১৯ বঙ্গাব্দে (১৯১২ খ্রিস্টাব্দ)।

২৩. নিরুদ্দেশ"।
⇛ লেখক: প্রেমেন্দ্র মিত্র |
⇛ উৎস: ১৯৪৭ খ্রিস্টাব্দে প্রকাশিত "সামনে চড়াই" গল্প সংকলনে প্রথম প্রকাশিত হয়।

২৪. ব্যখার বাশি"
⇛ কবি : জসীমউদ্দীন।
⇛ উৎস: "নক্সী কাঁথার মাঠ।

২৫."ছুটি”
⇛ লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর।
⇛ উৎস: "গল্পগুচ্ছ"।

২৬."জন্মভূমি আজ"
⇛ কবি: বীরেন্দ্র চট্টোপাধ্যায়
⇛ উৎস: "মুন্ডহীন ধড়গুলো আহ্বাদে চিৎকার করে ।’’

২৭."রাধারানী"
⇛ লেখক: বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়।
⇛ উৎস: "রাধারানী" উপন্যাসের প্রথম পরিচ্ছেদ। এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৮৬ খ্রিস্টাব্দে।

২৮."এই তার পরিচয়"
⇛ লেখিকা: কবিতা সিংহ।
⇛ উৎস: "সহজ সুন্দরী"।

২৯. চন্দ্রনাথ”
 লেখক: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
⇛ উৎস: "আগুন" উপন্যাসের সম্পাদিত রূপ। প্রকাশিত হয় সেপ্টেম্বর, ১৯৩৭ খ্রিস্টাব্দে। 

1 comment