Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের (পাস কোর্স) প্রশ্নপত্র - ২০১৬.

   বাংলা (পাস কোর্স) ২০১৬   



   বাংলা (পাস কোর্স) ২০১৬   

(2012 সালের পর পাঠ্যসূচীতে বদল ঘটায় MCQ  প্রশ্নপত্র হয়েছিল । প্রশ্নপত্রটি তুলে ধরা হল )

1. “কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদ / ----  গণিয়া প্রজা ভাবয়ে বিপদ৷৷” - শূন্যস্থানে বসবে ---
(A) বিপদ
(B) শঙ্কা
(C) ঝটিকা
(D) প্ৰলয়৷

2. মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘অভিষেক’ কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্য-এর কোন সর্গ থেকে গৃহীত?
(A) তৃতীয়
(B) দ্বিতীয়
(C) প্রথম
(D) ষষ্ঠ।

3. ‘ব্যথার বাঁশি' কবিতাটির রচয়িতা --- 
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) সত্যেন্দ্রনাথ দত্ত
(C) যতীন্দ্র মোহন বাগচী
(D) জসীমউদ্দিন৷

4. ‘‘My never failing friends are they" এই উক্তির কবি --
(A) মিলটন
(B) শেক্ষপীয়র
(C) সাদি
(D) বায়রস৷

5. রবীন্দ্রনাথকে শৈশবে বাড়িতে প্রকৃতি বিজ্ঞান শেখাতে আসতেন -- 
(A) হরিনাথ দত্ত
(B) রামকান্ত সেন
(C) সীতানাথ দত্ত
(D) সিতিকণ্ঠ শীল৷

6. রাধারাণীর হাতে  নূতন কাপড় এনে দিয়েছিল --- 
(A) রুক্মিনীকুমার
(B) নীলকমল
(C) রামলোচন
(D) পদ্মলোচন৷

7.  বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা গ্রাম থেকে সংগৃহীত পুথিটা কী নামে পরিচিত?
(A) শ্রীকৃষ্ণ বিজয়
(B) শ্রীরাম-পাঁচালী
(C) শ্রীকৃষ্ণকীর্তন
(D) মনসা পূরাণ৷

8. ‘পুরুষ পরীক্ষা'-র রচয়িতা ---
(A) বিদ্যাপতি
(B) ভারতচন্দ্র
(C) গিরিশচন্দ্র ঘোষ
(D) দীনবন্ধু মিত্র।

9. কাশীরাম দাসের নিবাস ছিল ---
(A) বেদগ্রাম-এ
(B) সিঙ্গিগ্রাম-এ
(C) নন্দীগ্রাম-এ
(D) বিল্বগ্রামে ।

10. জীব গোস্বামী ‘কবীন্দ্র' বলে সম্বোধন করেছিলেন ---
(A) চন্ডিদাস-কে
(B) বিদ্যাপতি-কে
(C) জ্ঞানদাসকে
(D) গোবিন্দদাসকে৷

11. তিনরঙ্গী'-র শেষ গল্প ---
(A) রবিবার
(B) শেষ কথা
(C) ল্যাবরেটারি
(D) পয়লা নম্বর৷
12. ‘দেবেন্দ্র মঙ্গল’-এর রচনাকার --- 
(A) ভারতচন্দ্র রায়
(B) বিহারীলাল চক্রবর্তী
(C) মোহিতলাল মজুমদার
(D) গোবিন্দ চন্দ্ৰ দাস৷

13. ‘যোগাযোগ’ উপন্যাসের পুর্বনাম ছিল ---
(A) বিচিত্রা
(B) তিনপুরুষ
(C) কুমুদিনী
(D) করুণা।

14. কোন নাটকে মহড়া দেখে মধুসূদনের নাট্য রচনার স্পৃহা জাগে?
(A) কুলিনকুল সর্বস্ব
(B) ভানুমতি চিত্তবিলাস
(C) রত্নাবলী
(D) ভদ্রার্জুন

15. একটি আষাঢ়ে গল্প'-এর নাট্যরূপ --- 
(A) তাসের দেশ
(B) ফাল্গুনী
(C) শারদোৎসব
(D) অরূপ রতন৷

16. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্প ---
(A) তমসা
(B) পঞ্চকন্যা
(C) বেদেনী
(D) রসকলি৷

17. 'গৃহদাহ' উপন্যাসের প্রকাশকাল ---
(A) 1981
(B) 1920
(C) 1924
(D) 1928

18. কোন গ্রন্থটির রচয়িতা কাজী নজরুল ইসলাম?
(A) স্বর্ণসন্ধ্যা
(B) হোমশিক্ষা
(C) চক্রবক
(D) নীহারিকা

19. ‘মরাচাঁদ’ নাটকের নাট্যকার --- 
(A) তুলসী লাহিড়ী
(B) বিজন ভট্টাচার্য
(C) উৎপল দত্ত
(D) মন্মথ রায়৷

20. পদ্ম পদ্দ কোন ধরনের সমীভবন?
(A) প্রগত
(B) স্বরাগম
(C) মধ্যগত
(D) মধ্য স্বরাগম।

21. বিপ্রকর্ষ-এর অন্য নাম ---
(A) ব্যঞ্জনাগম
(B) পরাগত
(C) স্বরভক্তি
(D) কোনোটিই নয়৷

22. আঁচটা গনগন করছে৷ এখানে ‘গনগন' কী রকম অব্যয়?
(A) পদান্বয়ী
(B) সম্বোধনসূচক
(C) বাক্যালঙ্কার
(D) ধ্বন্যাত্মক৷

23. “মরা লোকে তো কথা কয়না “ – কোন বিভক্তি?
(A) কর্তায় ‘এ’ বিভক্তি
(B) কর্মে ‘এ’ বিভক্তি
(C) করণে 'এ' বিভক্তি
(D) অধিকরণে ‘এ’ বিভক্তি

24. অভিশ্রুতির উদাহরণ --- 
(A) সাধু>সাউধ
(B) কর্মে ‘এ’ বিভক্তি
(C) বানিয়া > বেনে
(D) পিশাচ > পিচাশ৷

25. ‘গায়ে-পড়া' কোন সমাস?
(A) অলুক বহুব্রীহি
(B) কর্ম তৎপুরুষ
(C) ব্যাতিহার বহুব্রীহি
(D) করণ তৎপুরুষ

26. এদের মধ্যে আগন্তুক কোনোটি?
(A) তেঁতুল
(B) কলা
(C) ভাঁড়
(D) শখ৷

27. ‘‘বেলা যে পড়ে এল জলকে চল' – কোন কারক?
(A) কর্ম
(B) করণ
(C) নিমিত্ত
(D) অপাদান৷

28. ‘যার কাজ তাকেই মানায়' – কোন পদ্‌?
(A) বিশেষ্যের বিশেষণ
(B) সর্বনামীয় বিশেষণ
(C) ক্রিয়ার বিশেষণ
(D) বিধেয় বিশেষণ৷

29 অবস্থাবাচক বিশেষ্যের উদাহরণ দাও
(A) যৌবন
(B) সভা
(C) শয়ন
(D) দয়া৷

30. ‘ড’ কোন বর্ণ?
(A) মহাপ্রাণ
(B) অল্পপ্রাণ
(C) উষ্ম বর্ণ
(D) মূর্ধণ্য বর্ণ৷

31. কৃৎ প্রত্যয় ঘটিত অসুদ্ধ শব্দ কোনটি?
(A) গ্রহীতা
(B) জাগরুক
(C) নিষ্পত্তি
(D) সিত্তা

32. অধিকরণ তৎপুরুষের দৃষ্টান্ত ----
(A) ঢেঁকি ছাঁটা
(B) ঘরছাড়া
(C) গৃহবন্দী
(D) চিরসুখ৷

33. ‘বিষ্টু’ শব্দটি ----
(A) তৎসম
(B) তদ্ভব
(C) দেশি
(D) অর্ধ তৎসম

34. √বিদ্ + শানচ্‌ = ?
(A) বিদ্যমান
(B) বিদ্বান
(C) বিদ্যা
(D) বিদ্বৎ।

35. 'চক্ষু দান করা' প্রবাদটির অর্থ ---
(A) চোখ দেওয়া
(B) নজর দেওয়া
(C) চুরি করা
(D) প্রাণ প্রতিষ্ঠা করা।

36. ‘বে-টাইম’ কোন ধরনের শব্দ?
(A) লোকনিরুক্তি
(B) ইতর
(C) খন্ডিত
(D) সংকর শব্দ৷

37. 'পিপাসা' শব্দের ব্যুৎপত্তি --- 
(A) পিপস + আ
(B) পা+ ষ্ণিক + অ + আ
(C) পা + সন্ + আ
(D) কোনোটিই নয়৷
38. ‘তবু আমি অন্যায় যুদ্ধ করিনি' সমাস নির্নয় করুন ।
(A) নঞ তৎপুরুষ
(B) নঞর্থক বহুব্রীহি
(C) অলুক বহুব্রীহি
(D) সম্বন্ধ তৎপুরুষ৷

39. ‘ভগনি > ভগ্নী’ কিসের উদাহরণ?
(A) বিপ্রকর্ষ
(B) সম্প্রকর্ষ
(C) সমীভবন
(D) স্বরসঙ্গতি।

40. যে ভ্রমে পতিত হয় ঋতপথ তাহারই প্রাপ্য – বাক্যটির সরল বাক্যরূপ --- 
(A) যদি ভ্রমে পতিত হইয়া থাকে তবে ঋতপথ তাহারই প্রাপ্য
(B) ভ্রমে পতিতের-ই ঋতপথ প্রাপ্য।
(C) ভ্রমে পতিত তবু ঋতপথ তাহারই প্রাপ্য
(D) কোনোটিই নয়৷

41. ‘দ্বারকাধীশ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য
(A) দ্বারকার অধীশ
(B) যিনি দ্বারকা তিনিই অধীশ
(C) দ্বারকাকে অধীশ
(D) দ্বারকার ঈশ্বর৷

42. *ও + আ' প্রত্যয়ের একটি দৃষ্টান্ত
(A) নবোঢ়া
(B) সমতা
(C) বাঁচোয়া
(D) যাবনী৷

43. আলেকজান্ডারের ভারত আক্রমণের কাহিনী নিয়ে রচিত সৈয়দ আলাওলের
(A) তোহফা
(B) পদ্মাবতী
(C) সয়ফুলমুলুক বদি উজজমাল
(D) সেকেন্দারনামা।

44. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত একমাত্র শোক-গাথাটির নাম
(A) ব্রজবিলাশ
(B) প্রভবর্তী সম্ভাষণ
(C) সীতার বনবাস
(D) চরিতাবলী।

45. রবীন্দ্রনাথের লেখা প্রথম নাটকের নাম
(A) রাজা ও রাণী
(B) প্রকৃতির পরিশোধ
(C) বাল্মিকি-প্রতিভা
(D) মায়ার খেলা।

46. ভারতচন্দ্রের 'অন্নদামঙ্গল' কাব্যের তিনটি খন্ডের নাম।
(A) অন্নদাপূরাণ – অন্নদামঙ্গল- অন্নদাস্তব
(B) অন্নদামঙ্গল – অনাদিমঙ্গল – অন্নপূর্ণা মঙ্গল
(C) অন্নদামঙ্গল – কালিকামঙ্গল – অন্নপূর্ণামঙ্গল -
(D) অন্নপূর্ণামঙ্গল – অনাদিমঙ্গল – আন্নদাপুরাণ৷

47. মালাধর বসু অনুদিত ভাগবতের স্কন্দগুলি হল ---
(A) দশম-একাদশ
(B) একাদশ-দ্বাদশ
(C) প্রথম দ্বিতীইয়
(D) সপ্তম ও অষ্ঠম

48. চৈতন্যলীলায় ব্যাস' বলে কে বন্দিত?
(A) কৃষ্ণদাস কবিরাজ
(B) বৃন্দাবন দাস
(C) জয়ানন্দ
(D) গোবিন্দদাস৷

49. 'পরশুরাম' কার ছদ্মনাম ?
(A) রাজনারায়ণ বসু
(B) রাজকৃষ্ণ রায়
(C) রাজশেখর বসু
(D) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়৷

50. ‘কাব্য-পরিমিতি' গ্রন্থের রচয়িতা --- 
(A) বিহারীলাল চক্রবর্তী
(B) মোহিতলাল মজুমদার
(C) যতীন্দ্রমোহন বাগচী
(D) যতীন্দ্ৰনাথ সেন৷

51. কাশীরাম দাসের পিতার নাম
(A) গদাধর দাস
(B) অভিরাম
(C) কৃষ্ণাদাস
(D) কমলাকান্ত্য ।

52. শরৎচন্দ্রের প্রথম আত্মপ্রকাশ ---- 
(A) 'সাধনা' পত্রিকায়
(B) 'ভারতী' পত্রিকায়
(C) ‘প্রাবাসী’ পত্রিকায়
(D) 'যমুনা' পত্রিকায়৷

53 “মেঘনাদ বধ কাব্য'-এর নাট্যরূপ দেন
(A) দ্বিজেন্দ্রলাল রায়
(B) দীনবন্ধু মিত্র
(C) গিরিশচমদ্র ঘোষ
(D) অমৃতলাল বসু৷

54. 'দীপালি' কোন ধরণের শব্দ?
(A) তৎসম
(B) অর্ধতৎসম
(C) তদ্ভব
(D) সংকর

55. ‘কোনি' উপন্যাসে ক্ষিতিশের স্ত্রীর নাম
(A) বিভাবতী
(B) লীলাবতি।
(C) প্রভাবতী
(D) কঙ্কাবতী৷

No comments