Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

প্রাচীন ও মধ্যযুগ থেকে নির্বাচিত 20টি 2 নম্বর মানের প্রশ্নোত্তর (set - 02) :

           : প্রাচীন ও মধ্যযুগ থেকে নির্বাচিত 20টি 2 নম্বর মানের প্রশ্নোত্তর :          : প্রশ্নের বিষয় :  চর্যাপদ,  শ্রীকৃষ্ণকীর্তন,  চন্ডি...

 

        : প্রাচীন ও মধ্যযুগ থেকে নির্বাচিত 20টি 2 নম্বর মানের প্রশ্নোত্তর :        
: প্রশ্নের বিষয় : 
চর্যাপদ,  শ্রীকৃষ্ণকীর্তন,  চন্ডিদাস,  বিদ্যাপতি,  জ্ঞানদাস,  গোবিন্দদাস,  মুকুন্দ চক্রবর্তী,  ভারতচন্দ্র রায়,  বিজয় গুপ্ত, কেতকাদাস ক্ষেমানন্দ, ঘনরাম চক্রবর্তী,  কৃত্তিবাস ওঝা,  মালাধর বসু,  কাশীরাম দাস, বৃন্দবন দাস,  কৃষ্ণদাস কবিরাজ, সৈয়দ আলাওল,  দৈৗলত কাজি,  রামপ্রসাদ সেন ও কমলাকান্ত ভট্টাচার্য ।
                                                                                                                                                                                               

১) চর্যাপদে প্রাপ্ত দুটি প্রবাদ প্রবচনের উল্লেখ করো । 
⬐ চর্যাগীতিতে যে প্রবাদ প্রবচনগুলি পাওয়া যায়, সেগুলি হল :
(i) ‘আপনা মাংসে হরিণা বৈরী’,
(ii) ‘দুহিলা দুধু কি বেন্টে সমাঅ’ ।



২) ‘শ্রীকৃষ্ণকীর্তন’কাব্যটি কয়টি খন্ডে বিভক্ত ? খন্ডগুলির নাম লেখো ।
⬐ ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি ১৩টি খন্ডে বিভক্ত ।
⬐ খন্ডগুলির নাম হল যথাক্রমে - জন্মখন্ড, তাম্বুলখন্ড, দানখন্ড, নৌকাখন্ড, ভারখন্ড, ছত্রখন্ড, বৃন্দাবন খন্ড, কালিয়দমন খন্ড, যমুনা খন্ড, হারখন্ড, বাণখন্ড, বংশীখন্ড ও রাধাবিরহ ।


৩) চন্ডিদাসের পদাবলীর বৈশিষ্ট্য লিখুন (অনধিক ৪০টি শব্দে) । 
⬐ পদাবলীর বৈশিষ্ট্য :
(a) চন্ডীদাসের পদগুলি পান্ডিত্ব বর্জিত সহজ সরল ভাষায় লেখা।
(b) তাঁর পদ আমাদের চোখ ঝলসে ও কান ভরিয়ে না দিলেও মন ভরিয়ে দেয়।
(c) তাঁর পদাবলীতে সৃষ্ট রাধা গভীর ও ব্যাকুল, যেন কোন যোগীর সৃষ্টি।
(d) তাঁর পদ যেন গভীরতম প্রাণ বেদনার গীত।
(e) তাঁর সমস্ত পদগুলি বাংলা ভাষায় লেখা।



৪) কে কোথায় নিজেকে ‘খেলন কবি’ বলেছেন ? ‘খেলন কবি’ কথাটির অর্থ কি ? এই গ্রন্থ কোন ভাষায় লেখা ? 
⬐ বিদ্যাপতি নিজেকে ‘খেলন কবি’—বলেছেন—‘কীর্তিলতা’ কাব্যে।
⬐ ‘খেলন কবি’ কথাটির অর্থ হল – ‘কিশোর কবি’।
⬐ ‘কীর্তিলতা’ গ্রন্থটি ‘অবহট্ট’ভাষায় লিখিত।



৫) আনুমানিক কত সালে , কোথায় জ্ঞানদাসের জন্ম ? তাঁর পদাবলীর বৈশিষ্ট্য দুটি বাক্যে লিখুন ।
⬐ আনুমানিক 1537 খ্রিষ্টাব্দে বর্ধমান জেলার কাটোয়ার অন্তর্গত কাঁদড়া গ্রামে কবির জন্ম।
⬐ পদাবলীর বৈশিষ্ট্য :
(a) জ্ঞানদাস আগে শিল্পী পরে কবি অর্থাৎ রূপদক্ষ ও রূপ-মুগ্ধ কবি।
(b) তাঁর পদের আর এক বৈশিষ্ট্য সারল্য।
(c) তাঁর পদাবলীতে বৈষ্ণবতত্ত্ব দর্শন খুঁজে পাওয়া যায়।


৬) কাকে ‘দ্বিতীয় বিদ্যাপতি’ বলা হয় ? কেন বলা হয় ? 
⬐ গোবিন্দদাস কবিরাজকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়।
⬐ বলার কারণ :
        গোবিন্দ দাসের ছন্দ অলংকার, শব্দের ঐশ্বর্যময়তা ও রোমান্টিক পদের উপর বিদ্যাপতির প্রভাব রয়েছে। রাধা চরিত্র নির্মাণে উভয়ে একাত্ম হয়ে গিয়েছেন। আবার বিদ্যাপতির বহু অসম্পূর্ণ পদ তিনি সম্পূর্ণ করেন। বিদ্যাপতির ভনিতা থেকে তাঁর নাম তুলে দিয়ে গোবিন্দদাসের নামে বসিয়ে দিলে প্রকৃত পদটি কার তা নির্ণয় করা দুরুহ। তাই তাঁকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়।


৭) কে কেন বৈষ্ণব সমাজে মুনি গোঁসাই নামে পরিচিত ? তাঁর লেখা বিখ্যাত একটি কাব্যের নাম লিখুন । 
⬐ রায়গুণাকর ভারতচন্দ্র বৈষ্ণব সমাজে ‘মুনি গোঁসাই' নামে পরিচিত।
⬐ তাঁর কাব্যে বৈক্ষ্ণব ধর্মেও কিছুটা প্রভাব পরেছে। তিনি চৈতন্য বন্দনা দিয়ে গ্রন্থারম্ভ করেন। অর্থাৎ বৈষ্ণব বেশবাসের জন্যই তিনি বৈষ্ণব সমাজে ‘মুনি গোঁসাই' নামে পরিচিত।
⬐ তাঁর লেখা বিখ্যাত গ্রন্থ – ‘অন্নদামঙ্গল’ ।



৮) মুকুন্দ চক্রবর্তী মঙ্গলকাব্যের কোন ধারার কবি ? তাঁর আত্মপরিচয় দিন । তাঁর লেখা গ্রন্থের নাম কি ? 
⬐ মুকুন্দ চক্রবর্তী মঙ্গল কাব্যের ‘চন্ডীমঙ্গল' কাব্য ধারার কবি।
⬐ আত্মপরিচয় :
        মুকুন্দ চক্রবর্তী বর্ধমান জেলার দামিন্য নগরের অধিবাসী। ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে তিনি ঐ অঞ্চল পরিত্যাগ করে মেদিনীপুরের আবড়া নগরের জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয়ে চলে আসেন এবং রঘুনাথ রায়ের গৃহশিক্ষণ নিযুক্ত হয়। তিনি পঞ্চদশ শতকের কবি। তিনি ‘অভয়ামঙ্গল’ কাব্য রচনার করার জন্য 'কবিকঙ্কন' উপাধি লাভ করেন।
⬐ তাঁর লিখিত গ্রন্থের নাম—“অভয়ামঙ্গল।”


৯) বিজয় গুপ্ত মনসামঙ্গলের কোন ধারার কবি ? তাঁর আবির্ভাবকাল লিখুন । কবির জন্মস্থান কোথায় ? তাঁর কাব্য কবে প্রকাশ পায় ?
⬐ বিজয়গুপ্ত মনসামঙ্গলের পূর্ববঙ্গীয় ধারার কবি।
⬐ “ঋতুশশী বেদ শশী পরিমিত শক।
     সুলতান হুসেন শা নৃপতি তিলক।”
অর্থাৎ 1416 শকে বা 1416 + 78 = 1494 খ্রিষ্টাব্দে কবি গ্রন্থটি লেখেন। সেই হিসাবে তিনি - পঞ্চদশ শতাব্দীর কবি।
⬐ কবি পূর্ববঙ্গের বরিশাল জেলার গৈল/ফুল্লশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন।
⬐ তার কাব্য 1896 সালে বরিশাল থেকে প্রকাশিত হয়।



১০) পশ্চিমবঙ্গবাসী একজন মনসামঙ্গল কাব্যের কবির নাম লিখুন । তাঁর কাব্যের নাম কি ? কাব্যটির কটি খন্ড ও কি কি?
⬐ ‘কেতকাদাস ক্ষেমানন্দ’ পশ্চিমবঙ্গবাসী মনসামঙ্গল কাব্যের কবি। কবির জন্মস্থান—বর্ধমান জেলার দামোদর নদীর তীরে কাঁদড়া গ্রামে।
⬐ তাঁর লিখিত কাব্যের নাম ক্ষমানন্দী”।
⬐ কাব্যটি পাঁচটি পালায় বিভক্ত। যথা, হেলে, মথন, ঊষাহরণ, ধনন্বতরী ও বেহুলা লখিন্দর।


১১)‘ধর্মমঙ্গল’ কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন ?
⬐ “ধর্মমঙ্গল”-কাব্য রাঢ় অঞ্চলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। স্বভাবত, রাঢ় অঞ্চলের সমাজ, রাষ্ট্র, ইতিহাস ও জনজীবন এর মধ্যে ফুটে উঠতে দেখা যায়। বিশেষ করে পাঠান মোঘল, বৰ্গী প্রভৃতি বৈদেশিক শক্তির বিরুদ্ধে বাঙালি ডোম সৈন্যদের শৌর্য-বীর্য যেভাবে প্রতিফলিত হয়েছে তা অতিব অভিনব।
        তাই ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় একে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলেছেন।


১২) বাংলায় প্রথম রামায়ণ অনুবাদ কে করেন ? কবে অনুবাদ হয় বলে মনে করা হয় ? কে কবে এটি প্রকাশ করেন ?
⬐ বাংলা ভাষায় প্রথম ‘রামায়ণ’অনুবাদ করেন নবদ্বীপের ফুলিয়া গ্রাসের কবি কৃত্তিবাস ওঝা।
⬐ আনুমানিক পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে গ্রন্থটি অনুদিত হয়।
⬐ 1802 খ্রিঃ থেকে 1803 খ্রিষ্টাব্দের মধ্যে ডঃ উইলিয়াম কেরির উদ্যোগে শ্রীরামপুর মিশন থেকে গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ।

১৩) বাংলায় লেখা কোন গ্রন্থে সর্বপ্রথম রচনাকাল উল্লেখ ছিল ? তা কত সালে ? গ্রন্থটির রচয়িতা কে ? গ্রন্থটির কটি খন্ড ?
⬐ বাংলা সাহিত্যে সর্বপ্রথম গ্রন্থরচনা কাল পাওয়া গেছে—‘শ্রীকৃষ্ণবিজয়’-গ্রন্থে ৷
⬐ সালটি হল ---
          “তেরশ পঁচনই শকে গ্রন্থ আরম্ভন।
           চতুৰ্দশ দুই শকে হৈল সমাপন৷৷”
অর্থাৎ 1395 + 78 = 1473 খ্রিষ্টাব্দে গ্রন্থ লেখা শুরু এবং সমাপ্ত হয়—1402+78= 1480 খ্রিষ্টাব্দে ।
⬐ গ্রন্থটির রচয়িতা—মালাধর বসু।
⬐ গ্রন্থটির দুটি খণ্ড—ক. শ্রীকৃষ্ণবিজয় ও খ. শ্রীকৃষ্মমঙ্গল ৷

১৪) কাশীরাম দাসের আবির্ভাব কাল কত ? তাঁর কাব্যের নাম কি ? কাব্যটির কটি খন্ড ? তিনি কটি খন্ড লেখেন ? 
⬐ কাশীরাম দাসের আবির্ভাব কাল সম্পর্কে নিদৃষ্ট কোনো সাল তারিখ বলা যায় না। আনুমানিক সপ্তদশ শতাব্দীতে তাঁর আবির্ভাব।
⬐ তাঁর লিখিত গ্রন্থের নাম—“ভারত পাঁচালি ।"
⬐ ভারত পাঁচালি”-গ্রন্থটি অষ্টাদশ সর্গে বিভক্ত।
⬐ কবি প্রথম তিনটি সর্গ অর্থাৎ আদি, সভা, বন সর্গগুলি সম্পূর্ণ করেন এবং চতুর্থ সর্গ অর্থাৎ 'বিরাট'-সর্গের কিছুটা লিখে মারা যায়।

১৫) বৃন্দাবন দাসের লেখা গ্রন্থের নাম কি ? এর প্রকৃত নাম কি ? এর কটি খন্ড ও কি কি ? প্রতি খন্ডে কটি করে পরিচ্ছেদ রয়েছে ?
⬐ বৃন্দাবন দাসের লেখা গ্রন্থের নাম—“চৈতন্য ভাগবত।”
⬐ গ্রন্থটির প্রকৃত নাম—“চৈতন্যমঙ্গল।”
⬐ গ্রন্থটি তিনটি খণ্ডে বিভক্ত-আদি খণ্ড, মধ্য খণ্ড অন্ত খণ্ড।
⬐ আদি খণ্ডে—15টি মধ্য খণ্ডে–26টি, অন্ত খণ্ডে—10টি পরিচ্ছেদ রয়েছে।

১৬) কৃষ্ণদাস কবিরাজের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি ? গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব ৩টি বাক্যে লিখুন ।
⬐ কৃষ্ণদাস কবিরাজের লেখা বিখ্যাত গ্রন্থ—'শ্রীচৈতন্য চরিত্রামৃত”।
⬐  কৃষ্ণদাস কবিরাজের গ্রন্থ দর্শন তত্ত্বের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাঁর কাব্যে চৈতন্যের শেষ জীবনের বিস্তারিত তথ্য পাওয়া যায়। আবার বৃন্দাবনের গোস্বামীদের উপর প্রভাব তাঁর গ্রন্থটি বেশি জনপ্রিয়তা লাভ করে।

১৭) ‘লোরচন্দ্রানী’ কার লেখা, কোন শ্রেণীর রচনা ? প্রকাশকাল কত ? তিনি কোন রাজসভার কবি ? 
⬐ ‘লোরচন্দ্রানী’—গ্রন্থটি লেখেন—দৌলত কাজী এবং সৈয়দ আলাওল।
⬐ গ্রন্থটি—–“ইতিহাস মিশ্রিত রোমান্টিক প্রেমাখ্যান”।
⬐ আনুমানিক–1622খ্রিঃ থেকে 1638খ্রিঃ মধ্যে কাব্যটির  অংশ রচনা করে দৌলতকাজি মারা যায়। পরবর্তীকালে 1659 খ্রিস্টাব্দে সৈয়দ আলাওল গ্রন্থটির অবশিষ্ট্য অংশ লেখেন।

১৮) ‘পদ্মাবতী’ কার লেখা ? আনুমানিক কত সালে প্রকাশ ? কার কোন গ্রন্থ অবলম্বনে লিখিত ? 
⬐ ‘পদ্মাবতী’-গ্রন্থের লেখক হলেন—সপ্তদশ শতাব্দীর রোসাঙ্ রাজসভার বিখ্যাত কবি সৈয়দ আলাওল।
⬐ আনুমানিক—1646 খ্রিস্টাব্দে প্রকাশ ।
⬐ গ্রন্থটি মুহম্মদ জায়সীর হিন্দি “পদুমাবৎ”গ্রন্থ অবলম্বনে লিখিত।

১৯) চব্বিশ পরগণার হালিশহরে কোন পদকর্তার জন্ম ? তাঁর আনুমানিক আবির্ভাবকাল লিখুন । তিনি কোন শ্রেণীর পদকার ? তাঁর লেখা একটি গ্রন্থের নাম লিখুন । 
⬐ চব্বিশ পরগণার হালি শহরের বিখ্যাত পদকর্তা হলেন-সাধক রামপ্রসাদ সেন।
⬐ রামপ্রসাদের জন্ম আনুমানিক 1721 খ্রিষ্টাব্দে আর পদকর্তা মারা যান 1780 খ্রিষ্টাব্দে। অর্থাৎ তিনি অষ্টাদশ শতাব্দীর কবি।
⬐ তিনি শাক্ত পদাবলীর পদকর্তা।
⬐ তাঁর লেখা গ্রন্থ— ‘বিদ্যাসুন্দর’/‘কালীকীর্তন’।

২০) কমলাকান্ত ভট্টাচার্যের প্রকৃত পদবী কি ? তিনি কোন রাজসভার কবি ? তাঁর লিখিত একটি গ্রন্থের নাম লিখুন । তিনি কোন ধারার কবি ?
⬐ কমলাকান্তের প্রকৃত পদবি—‘বন্দ্যোপাধ্যায়’।
⬐ পদকর্তা-বর্ধমান রাজ তেজস্ চন্দ্রের সভাকবি।
⬐ তাঁর লিখিত গ্রন্থ—‘সাধকরঞ্জন’।
⬐ তিনি শাক্ত পদাবলী ধারার কবি।

1 comment