Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ -- মুকুন্দ চক্রবর্তী

নবম শ্রেণীর প্রথম কবিতা ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ । নবম শ্রেণীর পাঠ্য এই কবিতাটির আলোচনার পাশাপাশি কিছু MCQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হল ।  স...

নবম শ্রেণীর প্রথম কবিতা ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ । নবম শ্রেণীর পাঠ্য এই কবিতাটির আলোচনার পাশাপাশি কিছু MCQ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হল ।  স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্যও এই প্রশ্নোত্তরগুলি গুরুত্বপূর্ন ।

                                        
‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’
                                         ---- মুকুন্দ চক্রবর্তী 

মেঘে কৈল অন্ধকার মেঘে কৈল অন্ধকার।
দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার।।
ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর।
উত্তর পবনে মেঘ ডাকে দূর দুর।।
কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ।
প্রলয় গণিয়া প্রজা ভাবয়ে বিষাদ।
নিমিষেকে জোড়ে মেঘ গগন মণ্ডল।
চারি মেঘে বরিষে মুষলধারে জল।।
বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়।।
হুড় হুড় দুড় দুড় বহে ঘন ঝড়।
ধূলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত।
উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত।।
পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী।
চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ।
সঘনে চিকুর পড়ে বেঙ্গ-তড়কা বাজ।।
করি-কর সমান বরিষে জলধারা।
জলে মহী একাকার পথ হইল হারা।।
ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন।
কারো কথা শুনিতে না পায় কোনো জন।।
কলিঙ্গে সোঙরে সকল লোক যে জৈমিনি ।।
হুড় হুড় দুড় দুড় শুনি ঝন ঝন।
না পায় দেখিতে কেহ রবির কিরণ।।
গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে।
নাহি জানি জলস্থল কলিঙ্গ-মণ্ডলে।।
নিরবধি সাত দিন বৃষ্টি নিরন্তর।
আছুক শস্যের কার্য হেজ্যা গেল ঘর।।
মেঝ্যাতে পড়য়ে শিল বিদারিয়া চাল।
ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল ।।
চণ্ডীর আদেশ পান বীর হনুমান।
মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান।।
চারিদিকে বহে ঢেউ পর্বত-বিশাল।
উঠে পড়ে ঘরগুলা করে দলমল।।
চণ্ডীর আদেশে ধায় নদনদীগণ।
অম্বিকামঙ্গল গান শ্রীকবিকঙ্কণ।।


    কবি পরিচয় :  
                মুকুন্দ চক্রবর্তী (আনুমানিক ১৫৪৭ – অজ্ঞাত) : জন্ম বর্ধমান জেলার দামুন্যা গ্রাম। পিতা হৃদয় মিশ্র। ডিহিদার মামুদ শরিফের অত্যাচারে উৎখাত হয়ে তিনি আনুমানিক ১৫৫৭ খ্রি: মেদিনীপুরের আড়রা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন। তাঁর পৃষ্ঠপোষকতায় 'চণ্ডীমঙ্গল' কাব্য রচনা করে কবিকঙ্কণ উপাধি লাভ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে তাঁর রচনাতেই প্রথম উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয়।

এই কবিতাটি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের ভিডিওটি দেখতে পারো । ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবসক্রাইব করে রেখো :




    প্রশ্নোত্তর :   

1. ‘অম্বিকামঙ্গল গান’ - পাঠ্য কবিতাটিকে গান বলা হয়েছে ----------
(ক) দেব দেবীর উদ্দেশ্যে লেখা বলে
(খ) এক মঙ্গলবার থেকে আরেক মঙ্গলবার পর্যন্ত গাওয়া হত বলে
(গ) কবি মুকুন্দ গায়ক ছিলেন বলে
(ঘ) এটি একটি গান হিসাবে সমাদৃত বলে

ž বিকল্পসমূহ :

(A) সবগুলিই ঠিক
(B) সবগুলিই ভুল
(C) ‘গ’ ঠিক এবং ‘ক’, ‘খ’, ‘ঘ’ ভুল
(D) ‘খ’ ঠিক এবং ‘ক’, ‘গ’, ‘ঘ’ ভুল

2. ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতার নামকরণ করেন ----
(A) বঙ্গীয় সাহিত্য পরিষদ
(B) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ
(C) কবি স্বয়ং
(D) ‘সাহিত্য সঞ্চয়ন’ গ্রন্থের সংকলকবৃন্দ

3. কোন মন্তব্যটি অশুদ্ধ ----
(A)‘পূর্ব পবনে মেঘ ডাকে দুর দুর’
(B) ‘নিরবধি সাতদিন বৃষ্টি নিরন্তর’
(C) ‘চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল’
(D) ‘পারিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী’

4. দুর্যোগের কারণে ‘মহী’ কোন অবস্থাপ্রাপ্ত ?
(A) একাকার হয়েছে
(B) বৃষ্টির কারণে পথ হারিয়েছে
(C) বিদ্যুৎ চমকে চমকিত হয়েছে
(D) জলপূর্ণ হবার দরুণ পথ একাকার হয়েছে

5. ‘কলিঙ্গদেশে ঝড়-বৃষ্টি’ কবিতার কবি ----------
(ক) মুকুন্দ চক্রবর্তী
(খ) মুকুন্দরাম চক্রবর্তী
(গ) সত্যনারায়ণ চক্রবর্তী
(ঘ) মুকুল চক্রবর্তী

ž বিকল্পসমূহ :
(A) ‘ক’ ঠিক ও ‘খ’, ‘গ’, ‘ঘ’ ভুল
(B) ‘ক’ ও ‘খ’ ঠিক এবং ‘গ’ ও‘ঘ’ ভুল
(C) শুধুমাত্র ‘ক’ ঠিক
(D) শুধুমাত্র ‘খ’ ঠিক

6. ‘মেঘে কৈল অন্ধকার’ - এর ফলে কি হয় ?
(A) ‘দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার’
(B) ‘না পায় দেখিতে কে রবির কিরণ’
(C) ‘চন্ডীর আদেশ পান বীর হনুমান’
(D) ‘আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর’

7. ‘প্রলয় গনিয়া প্রজা’ --------------- (শূণ্যস্থান পূরণ করুন) ।
(A) ‘কারো কথা শুনিতে পায় না’
(B) ‘চমকিত’
(C) ‘ভাবয়ে বিষাদ’
(D) ‘বিপাকে ভবন ছাড়ি’

8. ‘চারিদিকে বহে ঢেউ’ - এখানে ঢেউয়ের আয়তনকে তুলনা করা হয়েছে ------
(A) বিশাল পর্বতের সাথে
(B) বিশাল বৃক্ষরাজির সাথে
(C) বিশাল হনুমানের সাথে
(D) বিশাল নদীর সাথে

9. ‘ঈশানে উড়িল মেঘ’ - ‘ঈশান’ হল ----
(A) পূর্ব - পশ্চিম কোন
(B) উত্তর - দক্ষিণ কোন
(C) উত্তর - পূর্ব কোন
(D) দক্ষিণ - পূর্ব কোন

10. ‘কলিঙ্গে সোঙরে সকল লোক’ - ‘সোঙরে’ শব্দের অর্থ ----------
(A) পালিয়ে যাওয়া
(B) স্মরণ করা
(C) খাবার হজম করা
(D) স্রোতে ভেসে যাওয়া


11. ‘কলিঙ্গদেশ’ বলতে কোন অঞ্চলকে বোঝায় ?
(A) প্রাচীন মগধের দক্ষিণ অঞ্চল
(B) প্রাচীন ওড়িশার দক্ষিণ অংশ
(C) প্রাচীন শ্রীলঙ্কার দক্ষিণ অংশ
(D) প্রাচীন ব্রহ্মদেশের দক্ষিণ অংশ

12. ‘চন্ডীর আদেশ পান’ - কে আদেশ পান ?
(A) জৈমিনি মুণি
(B) কলিঙ্গবাসী
(C) কালকেতু
(D) বীর হনুমান

13. ‘জৈমিনি’ কে ?
(A) মীমাংসা দর্শনের রচয়িতা
(B) জৈমিনি মহাভারতের রচয়িতা
(C) বর্জ্রবারক মুণি
(D) সবগুলিই ঠিক

14. নীচের মন্তব্যগুলি শুদ্ধ - অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন ।
(ক) ‘চারি মেঘে বরিষে মুষলধারে জল’
(খ) ‘করিকর সমান বরিষে জলধারা’
(গ) ‘চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল’
(ঘ) ‘চন্ডীর আদেশে ধায় নদ-নদীগণ’

ž বিকল্পসমূহ :
(A) ‘ক’ শুদ্ধ , ‘খ’ শুদ্ধ, ‘গ’ শুদ্ধ, ‘ঘ’ অশুদ্ধ’
(B) ‘ক’ শুদ্ধ , ‘খ’ শুদ্ধ, ‘গ’ অশুদ্ধ, ‘ঘ’ অশুদ্ধ’
(C) ‘ক’ শুদ্ধ , ‘খ’ শুদ্ধ, ‘গ’ শুদ্ধ, ‘ঘ’ শুদ্ধ’
(D) ‘ক’ শুদ্ধ , ‘খ’ অশুদ্ধ, ‘গ’ শুদ্ধ, ‘ঘ’ অশুদ্ধ’

15. ‘প্রজা দিল রড়’ - ‘রড়’ শব্দের অর্থ কী ?
(A) তৈরি করা
(B) পালিয়ে যাওয়া
(C) সাঁতার কাঁটা
(D) বিত্তশালী হওয়া

16. ‘শ্রীকবিকঙ্কন’- মধ্যযুগে রচিত কাব্যগুলির পদের শেষে এই ধরনের নামোল্লেখের রীতিকে বলা হয় ----
 (A) ধুঁয়ো
(B) পুস্পিকা
(C) ভনিতা
(D) পদবী

17. ‘চারি মেঘে বরিষে মুষলধারে জল’ - ‘চারি মেঘ’ হল --------
(ক) দ্রোণ, আবর্ত, কৈবর্ত, পুস্কর
(খ) দ্রোণ, আবর্ত, সংবর্ত, পুস্কর
(গ) দ্রোণ, আবর্ত, বিব্রত, পুস্কর
(ঘ) দ্রোণ, সংবর্ত, নৈঋত, পুস্কর

ž বিকল্পসমূহ :
(A) ‘ক’ ঠিক এবং ‘খ’, ‘গ’, ‘ঘ’ ভুল
(B) ‘ক’ ও ‘খ’ ঠিক এবং ‘গ’, ও ‘ঘ’ ভুল
(C) ‘খ’ ঠিক এবং ‘ক’, ‘গ’, ‘ঘ’ ভুল
(D) শুধুমাত্র ‘ঘ’ ঠিক

18. ‘সঘনে চিকুর’ - কবিতাংশে ‘চিকুর’ শব্দের অর্থ কী ? 
(A) চুল
(B) মেঘ
(C) বিদ্যুৎ
(D) ঝড়

 19. ‘বেঙ্গ-তড়কা’ - বলতে বোঝায় ----------

(A) ব্যাঙের মতো ডাকা
(B) ব্যাঙের মতো লাফানো
(C) ব্যাঙের মতো গায়ের রং
(D) ব্যাঙের মতো সাঁতার কাটা

20. ‘করি কর সমান বরিষে জলধারা’ - ‘করি কর’ শব্দের অর্থ ----
(A) যা করা যায়
(B) মানুষের হাত
(C) সূর্যের কিরণ
(D) হাতির শুঁড় 
 

 
 

No comments