Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

‘মহিলা কবি’ সুরেন্দ্রনাথ মজুমদার :

কবি  সুরেন্দ্রনাথ মজুমদার (১৮৩৮-১৮৭৮)  - এর জন্ম অবিভক্ত বাংলার  যশোর জেলার জগন্নাথপুর গ্রামে । তিনি উনবিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য কবি।  ...



কবি সুরেন্দ্রনাথ মজুমদার (১৮৩৮-১৮৭৮) - এর জন্ম অবিভক্ত বাংলার যশোর জেলার জগন্নাথপুর গ্রামে। তিনি উনবিংশ শতাব্দীর একজন উল্লেখযোগ্য কবি। তিনি কলকাতার ফ্রি চার্চ ইনস্টিটিউশন, হেয়ার স্কুল এবং ওরিয়েন্টাল সেমিনারিতে শিক্ষালাভ করেন। তাঁর সংস্কৃত, ফারসি ও ইংরেজী ভাষায় ব্যুৎপত্তি ছিল। কলকাতার ঠাকুরবাড়ি এস্টেটে তিনি কিছুদিন চাকরি করেন। সুরেন্দ্রনাথ বিবিধার্থসংগ্রহ, সমীরণ, চিকিৎসাতত্ত্ব বিজ্ঞান ও নলিনী পত্রিকায় নিয়মিত লিখতেন। ইন্দ্রিয়ানুভূতি ও দেহজ প্রেম তাঁর কবিতার প্রধান বিষয়। কবির ব্যক্তিগত জীবন করুণ ও জটিল ছিল। পাপবোধ ও অন্তর্দ্বন্দ্বের কাহিনী তাঁর কবিতায় নানাভাবে প্রকাশিত হয়েছে।

   রচনাসমূহ :  
  কাব্যগ্রন্থ :   
  • "ষড়্ ঋতুবর্ণন" (১৮৫৬), 
  • "সবিতা সুদর্শন" (১৮৭০), 
  • "বর্ষবর্তন" (১৮৭২) 
  • "মহিলা" (১ম খণ্ড ১৮৮০, ২য় খণ্ড ১৮৮৩)
  • "রাজস্থানের ইতিবৃত্ত" (১৮৭২-৭৩)
              (এই গ্রন্থটি পাঁচটি খন্ডে প্রকাশ করেন )
 
   গদ্য রচনা :  
  • ‘বিশ্বরহস্য‘ (১৮৭৭),
  • ‘ভারতের ব্রিটিশ শাসন পরিদর্শন’ (১৮৬৯)

   নাটক :  
  • ‘হামির’ (১৮৮১) 
        (এটি ঐতিহাসিক নাটক )


    আলোচনা :  
   ‘মহিলা’ :   
  • সুরেন্দ্রনাথ মজুমদারের শ্রেষ্ঠ কাব্য "মহিলা" (১ম খণ্ড ১৮৮০, ২য় খণ্ড ১৮৮৩) । 
  • বিহারীলালের 'বঙ্গসুন্দরী কাব্যের আদর্শে রচিত। 
  • সুরেন্দ্রনাথ মজুমদারের মহিলা কাব্য’ স্ত্রী-বিয়োগের পর লেখা ।
  • কাব্যটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়। 
  • এই কাব্যে নারীর বন্দনা করা হয়েছে মাতা, জায়া ও পত্মীরূপে । 
  • উনবিংশ শতকের বাংলার রেনেসাঁ বা নবজাগরণের প্রথম প্রহরে বাঙালী-মানস নারীমহিমা সম্বন্ধে সচেতন হয়ে উঠেছিল, সেই দৃষ্টিভঙ্গির পরিচয় আমরা কবির "মহিলা" কাব্যে পাই।  
  • সুরেন্দ্রনাথ বঙ্গমহিলাকে চারটি বিভিন্ন ভূমিকায় প্রতিষ্ঠিত করতে চেয়েছেন কিন্তু কবি কাব্যটিকে সম্পূর্ণ করতে পারেন নি। নারীর জায়া, জননী, ভগিনী ও দুহিতা এই চারটি রূপের মধ্যে জায়া ও জননী অংশ সম্পূর্ণ এবং ভগিনী অংশ সূচনা করে লোকান্তরিত হন।
  • কবির মৃত্যুর পর কাব্যটি অসম্পূর্ণভাবে প্রকাশিত হয়।

No comments