Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের (পাস কোর্স) প্রশ্নপত্র - ২০০৯.

   বাংলা (পাস কোর্স) ২০০৯   

   বাংলা (পাস কোর্স) ২০০৯   

(2012 সালের পর পাঠ্যসূচীতে বদল ঘটায় শুধুমাত্র সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ থেকে আসা প্রশ্নপত্র তুলে ধরা হল )

১) ‘গড্ডলিকা’, ‘সোনার তরী’, ‘কপালকুন্ডলা’, ‘বেতাল পঞ্চবিংশতি' – এই চারটি গ্রন্থের প্রকাশকাল উল্লেখ করে কালানুক্রমিক সাজিয়ে দিন৷
২) ‘মরিচীকা’, ‘বিষের বাঁশী’, ‘পঞ্চভূত’, ‘সাজাহান’ – এই চারটি গ্রন্থ কালানুক্রমিকভাবে সাজিয়ে শ্রেণি নির্দেশ করে রচয়িতার নাম লিখুন৷
৩) পদাবলী চন্ডীদাসের জন্মস্থান কোথায়? তার পদ বৈশিষ্ট্য সম্বন্ধে অনধিক ৪০ শব্দ লিখুন৷
৪) কোন শতকে কাশীরাম বাংলায় মহাভারত অনুবাদ করেছিলেন? তার পৈতৃক উপাধি কী? তিনি মহাভারতের কটি পর্ব অনুবাদ করেছিলেন? কবির কাব্য সম্পর্কে দুটি বাক্য লিখুন৷
৫) কবি ভারতচন্দ্র রায় কোন রাজসভার কবি ছিলেন? তার 'অন্নদামঙ্গল'-এর দ্বিতীয় আখ্যানের নাম কী? ওই একই নামে আর কোন কবি কাব্য রচনা করেছেন? সেই কবি প্রকৃতপক্ষে কোন ধারার কবিতা রচনার জন্য খ্যাত?
৬) মনসামঙ্গলের কোন কবির রচনা প্রথম মূদ্রিত হয়েছিল? তিনি কোন অঞ্চলের কবি? কাব্যটির আনুমানিক রচনাকাল কবে? কাব্যটির মূদ্রণকাল কবে?

বঙ্গানুবাদ করুন :
৭) Our National Sin is the neglect of the masses and that is causes of our downfall.
৮) Here and there in the desert are springs of water that come keep down under the ground so dep that the sun cannot dry them so.
৯) If you want to continue your education. Solitary study is not enoush. You can learn much more through discussion and conversation with others.
১০) Once two women, quarrelling about the claim of a child, went to the judge for justice.
১১) Suddenly he rubbed his eyes in wonder and looked and looked at the farthest corner of the garden a tree quite covered with lovely white blossom.
১২) To my surprise I found the ship had been brought nearer to the land by the waves, and seemed to stand upright on some rocks.
১৩)“চোখের বালি' উপন্যাসটি কোন সাময়িক পত্রে প্রকাশিত হয়? বাংলা উপন্যাস সাহিত্যে ‘চোখের বালি'র গুরুত্ব দিয়ে সংক্ষেপে দুটি বাক্য লিখুন৷
১৪) প্রমথ চৌধুরীর জীবনকাল উল্লেখ করে তার যেকোনো ৪টি গ্রন্থের নাম কালানুযায়ী লিখুন৷
১৫) প্রকৃতি-প্রত্যয় নির্ধারণ করুন: শ্রবণ, পরাভব, অন্ধকার, প্রাচীন৷
১৬) নীচের উদ্ধৃতিগুলিতে যে সব সমাসবদ্ধ পদ আছে, তাদের ব্যাসবাক্য সহ সমাস নির্নয় করুন: 
(ক) গফুর হাতজোড় করিয়া কহিল, জানি৷ 
(খ) মৃত্যুদন্ডের প্রস্তাব করা গেল৷ 
(গ) তারপর দাড়িগোঁফ কামিয়ে চলে যাবে৷ 
(ঘ) ভ্রুণস্থ শিশুরও ক্ষতি করে৷
১৭) নীচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম রক্ষিত হয়েছে নির্ণয় করুন: 
(ক) কেনারা 
(খ) তিরিশ 
(গ) পাঁক 
(ঘ) লাউ
১৮) ওষ্ঠ্য বর্ণ ও উষ্ণ বর্ণ কাকে বলে? উদাহরণসহ লিখুন৷
১৯) চিহ্নিতি পদগুলির কারক-বিভক্তি নির্দেশ করুন: 
(ক) পরের জন্য খাবার গিলি কী করে 
(খ) কী ইচ্ছে বাইরে (
গ) দেবধূপের সৌরভে পরিপূর্ণ 
(ঘ) গোপনে চোখের জল মোছেন৷
২০) নীচের শব্দগুলির পদনাম উল্লেখ করে পদান্তর করুন; দেশ, দুর্বল, অবসাদ, ইচ্ছা৷
২১) নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন: 
(ক) শুনিয়া মায়ের বাক্য হেট হইল মাথা, (জটিল বাক্য) 
(খ) সে সোজা মেয়ে না ভায়া, (প্রশ্নবোধক বাক্য) 
(গ) ওদের অনেক আছে তবু দেয় না, (সরল বাক্যে) 
(ঘ) তিনি সত্বর গমনে কুটির দ্বারে উপস্থিত হইলেন, (যৌগিক বাক্যে)।
২২) উৎপত্তির ভিত্তিতে প্রদত্ত শব্দসমূহের বর্গ নির্ধারণ করুন: প্রাসাদ, গুগলি, জমিদার, শিগগির ।

No comments