Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের (পাস কোর্স) প্রশ্নপত্র - ২০১০.

   বাংলা (পাস কোর্স) ২০১০   



   বাংলা (পাস কোর্স) ২০১০   

(2012 সালের পর পাঠ্যসূচীতে বদল ঘটায় শুধুমাত্র সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ থেকে আসা প্রশ্নপত্র তুলে ধরা হল )

১) ‘আলাওল’ কোন সময়ের এবং কোথাকার কবি ছিলেন? তার রচিত বিখ্যাত কাব্যটির নাম কী? এটি কোন শ্রেনীর কাব্য? এই কাব্যের উৎস কী?
২) বৃন্দাবন দাসের কাব্যের আম কী এবং সেটি কয়টি খন্ডে বিভক্ত? প্রতিতি খন্ডে কয়টি করে অধ্যায় আছে? গ্রন্থটির এমন নামকরণ করা হয়েছিল কেন?
৩) ‘বীরাঙ্গনা' কাব্যটি কে রচনা করেন? কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা করুন৷
৪) কমলাকান্ত ভট্টাচার্য কোন শাখায় কাব্যরচনা করেছেন? তার কাব্যের বৈশিষ্ট্য কী?
৫) বিজয়গুপ্ত কোথাকার কবি ছিলেন এবং কোন ধারায় কাব্য রচনা করেন? তার কাব্যের নাম কী? এই শাঁখার জন্য অন্য একজন কবির নাম লিখুন।
৬) নিম্নলিখিত গ্রন্থগুলি কতসালে কে রচনা করেছিলেন? চতুরঙ্গ, বলাকা, মুক্তধারা, চিত্রাঙ্গদা।
৭) ‘কমলাকান্তের দপ্তর' কার রচনা? এটি কখন রচিত হয়? এটি কোন শ্রেনির রচনা? কোন গ্রথ অনুসরনে এটি রচিত?
৮) নিম্নলিখিত গ্রন্থগুলি কী জাতীয়, কার রচনা এবং কত সালে প্রকাশিত? সীতারাম, সীতার বনবাস, পান্ডব গৌরব, সীতা৷৷৷
৯) নিম্নলিখিত শব্দগুলির বর্ণবিশ্লেষণ করুন: কৃষ্ণকান্ত, জ্ঞানাঞ্জন, আহ্বান, কাঁচি৷
১০) পদ পরিবর্তন করুন ছন্দ, স্মৃতি, প্রণাম৷
১১) নিম্নলিখিত বাক্যগুলির চিহ্নিত পদগুলির কারক ও বিভক্তি নির্ধারণ করুন: 
(ক) শ্যামার নরম গান শুনেছিল৷ 
(খ) আজকে রে তাই বেড়াই খুঁজে৷ 
(গ) জঞ্জাল থেকে অসুখ হয়৷ 
(ঘ) দুজনে ধুন্ধুমার ঝগড়া লেগে গেল৷
১২) প্রদত্ত শব্দগুলির শ্রেণি বিভক্ত করুন: ঢেঁকি, শিশু, মাটি, আয়লা৷
১৩) নিম্নোক্ত শব্দগুলির ধ্বনি পরিবর্তনের কী কী নিয়ম প্রজোজ্য হয়েছে তা লিখুন: পেটো, চিত্তির, তরোয়াল, উদোম৷
১৪) ব্যঞ্জন বর্গের কোন বর্ণগুলি অঘোষ? বর্ণগুলির এই নামকরণের কারণ কী?
বঙ্গানুবাদ করুন
১৫ ) To take one's property without telling him is called theft.
১৬) The college teacher of Vidyasagar realized his unique intelligence after haunting him and assumed his future generosity.
১৭) The superstition has decreased and the real thuth has come into light with the progress of science.
১৮) A man of future can be identified by seeing the child of today as the morning shows the day,
১৯) Though the book has burnt or the writer was tortured, the book will spread out the fame of the writer throughout the world.
২০) Narrow nationalism is one type of disease that kills the humanity.

২১) নিম্নের উদ্ধৃতিগুলি সমাসবদ্ধ পদগুলির ব্যাসবাক্যসহ সমাস নির্ধারণ করুন: 
(ক) দলে দলে ছানাপোনা নিয়ে ছুটেছে৷ 
(খ) বাসস্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি৷ 
(গ) সহোদর রক্ষোশ্রেষ্ঠ? 
(ঘ) মোরে ভগবান রাখিবে না মোহগর্তে ।
২৩) প্রকৃতি-প্রত্যয় নির্ধারণ করুন: জিজ্ঞাসা, পিপাসা, পঙ্কজ, বন্দনীয়৷

No comments