Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

‘পৃথিবী বাড়ুক রোজ’ কবিতার আলোচনা : কবিতা বিশ্লেষণ, প্রশ্নোত্তর ।

পৃথিবী বাড়ুক রোজ                                                                                                                   --- নবনীত...


পৃথিবী বাড়ুক রোজ
                                                                                                                  --- নবনীতা দেবসেন ।

বিশ্ব ছোটো হয়ে যাক হস্তধৃত আমলকীর মতো,
এ আমার প্রার্থনীয় নয়। আমি চাই পৃথিবী ছড়াক
আমার পৃথিবী আমি পরিশ্রম করে খুঁজে নেব।
পৃথিবী, বিস্তীর্ণা হও, ব্যাপ্ত হও ব্রহ্মচরাচর,
আকীর্ণ ছড়িয়ে পড়ো, আরও, আরও নিঃসীম সময়
আমার পৃথিবী হোক অফুরান, অনন্ত বিস্তার
পৃথিবী, বর্ধিষ্ণু হও, আমি ছোটো, আরো ছোটো হই।

আমি ছোটো হতে হতে একগুচ্ছ রেশমের মতো 
নরম ও নিরাকার, যৎসামান্য ইশারা পেলেই 
নিজেকে গুটিয়ে নিয়ে রাজপুতানি মখমলের শাড়ি - 
আংটির ফোকর দিয়ে সবিনয়ে গলে চলে যাব।

পৃথিবী অনেক বড়ো, পৃথিবীকে ছোটো হতে নেই।

পশুপাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না
ওরা সব জেনে গেছে, মানুষের বেশি দেরি নেই।

    বিষয় সংক্ষেপ :   
              কবি চান পৃথিবী যেন অনেক বড়ো হয়ে ওঠে। হাতের মধ্যে ধরা আমলকীর মতো যেন ছোটো না হয়ে যায় এই পৃথিবী সে প্রার্থনা তিনি করেছেন। মস্ত বড় পৃথিবীকে তিনি পরিশ্রম করে খুঁজে নেবেন। নিজে ছোট হয়ে পৃথিবীর অনন্ত, অফুরান বিস্তার তিনি চান। উল্টোদিকে পৃথিবীর দিগন্তব্যাপী বিস্তারকে একান্তভাবে চাওয়ার পাশাপাশি নিজেকে তিনি রেশমের মতো ছোটো হওয়ার কথা বলেছেন, যাতে করে আংটির ফাঁকের মধ্যে দিয়েও গলে যেতে পারেন।

               পশুপাখি উদ্ভিদ সবাই জেনে গেছে পৃথিবী খুব বড়ো, তাকে ছোটো হতে দেই, এবার মানুষও জেনে যাবে সে কথা।


    লেখক পরিচিতি :    
g জন্ম: ১৩ই জানুয়ারি, ১৯৩৪ ।
g মৃত্যু : ৭ই নভেম্বর, ২০১১।

কবি নরেন্দ্র দেব এবং সুলেখিকা রাধারানী দেবীর সুযোগ্যা কন্যা নবনীতা দেবসেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক এবং ছোটোগল্পকার। ১৯০৮ খ্রিঃ তিনি জন্মগ্রহণ করেন। অনর্ত্য সেনের সহধর্মিণী ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগে দীর্ঘদিন সুনামের সঙ্গে অধ্যাপনা করেছেন। তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ : 'প্রথম প্রত্যয়' (১৯৫১ খ্রিঃ)।

                    অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল : 'স্বাগত দেবদূত', ‘আমি অনুপম', 'নটী নবনীতা', 'খগেনবাবুর পৃথিবী', 'গল্পগুজব', 'মর্সিয়ে গুলোর হলিডে', 'সমুদ্রের সন্ন্যাসিনী', 'ট্রাকবাহনে ম্যাকমোহনে', 'হে পূর্ণ তব চরণের কাছে, 'নব-নীতা', 'স্বভূমি', 'হেমন্তলোক', 'দেশান্তর', 'বামাবোধিনী', 'মায়া রয়ে গেল', 'ভালোবাসা কারে কয়, “বসন মামা এবং অন্যান্য গল্প', 'সীতা থেকে শুরু, 'পলাশপুরের পিকনিক', 'বিন্ধ্যবাসিনী', 'ভালোবাসার বারান্দা' ইত্যাদি। কৌতুক প্রবণতা, অন্তরঙ্গ রচনাভঙ্গি, জগৎ ও জীবন সম্পর্কে গভীর উপলব্ধি, সহজ-সরল আঙ্গিক ভাষার জন্য তিনি পাঠকমহলে সমাদৃত। সাহিত্যগুণের গুনান্বিত নবনীতা দেবসেন সাহিত্য আকাদেমি, বিদ্যাসাগর পুরস্কার, পদ্মশ্রী প্রভৃতি পুরস্কারে পুরষ্কৃত। বর্তমানেও তাঁর কলম সচল ও জীবন্ত।


    প্রশ্নোত্তর আলোচনা    

১। 'পৃথিবী বাড়ুক রোজ' কবিতাটির কবি—
A. নবনীতা দেবসেন
B. জীবনানন্দ দাশ
C. কবিতা সিংহ
D. জয় গোস্বামী

১। 'পৃথিবী বাড়ুক রোজ' কবিতাটির উৎস —
A. নবনীতা দেবসেন
B. জীবনানন্দ দাশ
C. কবিতা সিংহ
D. জয় গোস্বামী


৩। 'পৃথিবী বাড়ুক রোজ' কবিতার কবি পৃথিবী কিসের মতো ছোটো না হওয়ার প্রার্থনা করেছেন?
A. পেয়ারার মতো।
B. কাঁচা বাতাবির মতো
C. আমলকীর মতো
D. পাতিলেবুর মতো

৪। ‘এ আমার প্রার্থনীয় নয়'—কবি কী প্রার্থনা করেননি ?
A. দুবেলা ভাতে নুন না থাকে
B. পৃথিবীটা যেন ছোটো হয়ে না যায়।
C. ঘাসের ঘ্রাণ নেওয়া থেকে তিনি যেন বঞ্চিত না হন
D. মানুষের জীবন থেকে গান যেন হারিয়ে না যায়।

৫। 'আমার পৃথিবী আমি ----- করে খুঁজে নেব।' সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পুরণ করো।
A. আনন্দ
B. জোর
C. পরিশ্রম
D. রাগ

৬। পৃথিবীকে কবি ব্যপ্ত হতে বলেছিলেন ----
A. বিশ্বচরাচর জুড়ে
B. ব্রহ্মচরাচর জুড়ে
C. বিধি চরাচর জুড়ে
D. বৈকুণ্ঠ চরাচর জুড়ে

৭। 'পৃথিবী বাড়ুক রোজ' কবিতায় কবি বলেছেন —---
A. পৃথিবী ক্রমাগত বড়ো হও আমি ক্রমাগত ছোট হই।
B. পৃথিবী ক্রমাগত ছোট হও আমি ক্রমাগত বড়ো হই।
C. পৃথিবী অপরিবর্তনীয় থাকুক আমি বড়ো হই।
D. পৃথিবী বড়ো হোক আমি অপরিবর্তনীয় থাকি।


৮। 'পৃথিবী বাড়ুক রোজ' কবিতায় কবি ছোটো হতে চেয়েছেন —---
A. তিলের মতো
B. বিন্দুর মতো
C. আমলকীর মতো
D. রেশমের মতো

৯। ‘পৃথিবী বাড়ুক রোজ' কবিতায় উল্লিখিত শাড়ির নাম -----
A. বেনারসি
B. ঢাকাই
C. জামদানি
D. মখমল

১০। ‘পৃথিবী বাড়ুক রোজ' কবিতার কবি ছোট হয়ে গলে যেতে চান -----
A. আঙুলের ফাঁক দিয়ে
B. পায়ের ফাঁক দিয়ে
C. আংটির ফাঁক দিয়ে
D. হারের ফাঁক দিয়ে

১১। পৃথিবীকে ছোটো হতে নেই কেন ?
A. পৃথিবী মহান
B. পৃথিবী অনেক বড়ো
C. পৃথিবীতে অনেকের বাস
D. পৃথিবী গ্রহশ্রেষ্ঠ

১২। পশুপাখি উদ্ভিদেরা কিছুমাত্র বিস্মিত হবে না কেন ?
A. কারণ কবি তাদের জন্য মস্ত বড়ো জায়গা করে দিয়েছেন
B. এখন আর কোনো যুদ্ধ হওয়ার সম্ভাবনা নেই।
C. পৃথিবী অনেক বড়ো বলে তাদের ছোটো হতে নেই সেকথা ওরা জানে
D. উপরের সব কটিই ঠিক

১৩। 'পৃথিবী অনেক বড়ো’– পদান্তর করলে 'পৃথিবী' শব্দের রূপ হয় ------
A. পার্থিব
B. পৃথ্বি
C. পৃথ্বী
D. পার্থক্য

এই কবিতার ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন : 
ইউটিউব লিঙ্ক :  Bengali Guidance (এখানে ক্লিক করুন)    

No comments