Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

প্রাইমারি টেট : বাংলা পেডাগগি (সেট -০১)

  ১. কবিতা পড়ানোর সময় নিন্মলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ? (ক) প্রতিটি কবিতার একটি সুনির্দিষ্ট অর্থ আছে । (খ) কবিতার একের বেশি অর্...

 


১. কবিতা পড়ানোর সময় নিন্মলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ?
(ক) প্রতিটি কবিতার একটি সুনির্দিষ্ট অর্থ আছে ।
(খ) কবিতার একের বেশি অর্থ হয় ।
(গ) একটি কবিতা কোনোভাবেই সামাজিক সমস্যার প্রতিফলন করে না ।
(ঘ) একটি কবিতা কোনোভাবেই অনুভূতির প্রেক্ষিতকে প্রতিফলিত করে না ।


২. ভাষা শ্রেণীকক্ষে ভাষা শেখার কোন পদ্ধতি মাতৃভাষার ব্যবহারকে দূরে সরিয়ে দেয় ?
(ক) সরাসরি পদ্ধতি
(খ) শব্দভাষিক পদ্ধতি
(গ) নিমজ্জন পদ্ধতি
(ঘ) স্বাভাবিক পদ্ধতি


৩. প্রতিবেদন শেখানোর জন্য একজন শিক্ষক সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদনের কাটিং ছাত্রদের মধ্যে বিতরণ করলেন । তিনি তাদের প্রতিবেদনটি পড়তে এবং সে বিষয়ে কিছু উপলব্ধি করতে বললেন । শ্রেণীকক্ষে শিক্ষক যে সংবাদপত্রের কাটিং ব্যবহার করছেন, তা হল ----
(ক) শিক্ষন সরঞ্জাম
(খ) পঠন সরঞ্জাম
(গ) শিক্ষণ - পঠন সরঞ্জাম
(ঘ) শিক্ষণ পদ্ধতি ও প্রকৌশল


৪. ভারতবর্ষে কতগুলি ভাষা পরিবার আছে ?
(ক) চারটি
(খ) ছয়টি
(গ) আটটি
(ঘ) দশটি


৫. ভাষা শিক্ষা দেওয়ার সময় একজন শিক্ষক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান থেকে উদাহরণ দেন । এই ধরণের কর্ম পদ্ধতিকে যেভাবে বর্ণনা করা যেতে পারে, তা হল ----
(ক) বিজ্ঞান ও ভাষা শিক্ষা
(খ) পাঠক্রম নির্বিশেষ ভাষা
(গ) TPR কর্ম পদ্ধতি
(ঘ) CLT কর্ম পদ্ধতি


৬. একজন শিক্ষক পঞ্চম শ্রেণীর ভাষা পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা করে দেখলেন যে ছাত্ররা ভালো ফল করে নি। এরপরে তিনি আর একটি পরীক্ষা পরিকল্পনা ও পরিচালনা করেন । এই পরীক্ষার নাম কি ?
(ক) গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী প্রভাব সম্পন্ন পরীক্ষা
(খ) উপস্থাপনাত্মক পরীক্ষা
(গ) কারণ অনুসন্ধান পরীক্ষা
(ঘ) পুঞ্জীভূত পরীক্ষা


৭. ভাষা শিক্ষায় জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিত যে বিষয়ের উপর জোর দেয়, তা হল ---
(ক) ত্রুটি হল ভাষা শিক্ষা পদ্ধতির অংশ
(খ) অভ্যাস গড়ে তোলার পদ্ধতি ভাষা শিক্ষায় সাহায্য করে
(গ) শিক্ষক কথোপকথন বারংবার করতে এবং মনে রাখতে উৎসাহিত করবে
(ঘ) ত্রটি খুব দ্রæত সংশোধন করতে হবে, নইলে সেগুলি শিশুদের মাথায় স্থায়ীভাবে থেকে যাবে ।


৮. একটি শ্রেণীকক্ষে পড়ানোর পর একজন ভাষা শিক্ষিকা তার ডাইরিতে লিখলেন , ‘ছাত্ররা ভাষার খেলা খুব চিত্তাকর্ষক মনে করেছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে কিন্তু তৃতীয় গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা এবিষয়ে প্রয়োজনীয় পরিনতিতে পৌছাতে রীতিমতো সংঘর্ষ করেছে’ । এটা হল শিক্ষিকার যে বিষয়ের উদাহরণ ----
(ক) মূল্যায়ন
(খ) যান্ত্রিক লিপিবদ্ধ
(গ) প্রতিবিম্বিত ভাবনা
(ঘ) নিরীক্ষণ

 
৯. শিক্ষার্থীদের খারাপ প্রদর্শনের কারণ খোঁজার জন্য শিক্ষক যে পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করেন, তা হল ----
(ক) দক্ষতার পরীক্ষা
(খ) কারণ অনুসন্ধান পরীক্ষা
(গ) সাফল্য অর্জনের পরীক্ষা
(ঘ) উপস্থাপনের পরীক্ষা


১০. একজন কার্যকরী ভাষা শিক্ষক ----
(ক) পাঠ্য পুস্তকের প্রতিটি প্রশ্নের উত্তর ছাত্রদের পড়াবেন ।
(খ) তিনি একদিকে যেমন পাঠ্য পুস্তক ব্যবহার করবেন, তেমন অন্যদিকে তার বাইরেও যাবেন।
(গ) তিনি এমন প্রশ্নপত্র তৈরি করবেন যেগুলি একান্তভাবে পাঠ্য পুস্তক নির্ভর ।
(গ) কোনোভাবেই পাঠ্য পুস্তকের বাইরে যাবেন না ।

১১. ভাষায় ‘বুদ্ধির মানচিত্র’র অর্থ কী ?
(ক) বুদ্ধির মানচিত্র রচনা করা ।
(খ) গল্প বা কবিতায় যে অঞ্চলের কথা বলা হয়েছে তার মানচিত্র রচনা করা ।
(গ) একটি রোমাঞ্চকর ভ্রমণের জন্য পরিকল্পনা করা ।
(ঘ) ছাত্রদের ঠিকভাবে বুঝতে, নতুনভাবে ধারণা তৈরি করতে এবং সংযোগ গড়ে তুলতে অনুমতি দেওয়া ।

১২. ভাষা শিক্ষায় নিন্মলিখিতের মধ্যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ?
(ক) পাঠ্য পুস্তক
(খ) অতিরিক্ত পাঠ
(গ) শিশু সাহিত্য
(ঘ) কর্মকেন্দ্রিক পত্র

১৩. লেখার দ্ক্ষতার বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি ?
(ক) ভালো হস্তাক্ষরে লেখা
(খ) নির্ভুল বানানের ব্যবহার
(গ) নির্দেশকে অনুসরণ করে এবং যেভাবে বলা হয় তাতে দেরি না করে চটপট লেখা ।
(ঘ) লেখায় আপনার দৃষ্টিকোণ, ধারণা এবং অভিজ্ঞতাকে প্রকাশ করা ।
 

১৪. নিন্মলিখিতের মধ্যে কোনগুলি শিক্ষার্থীদের মধ্যে শৈল্পিক সত্ত¡ার বিকাশে সাহায্য করে ?
(ক) পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রদের পড়ানো ।
(খ) এমন সুযোগ তৈরি করা যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা অনুযায়ী নিজের খুশিতে লিখতে পারে ।
(গ) ছাত্রদের গল্পের মধ্যে থাকা নীতিকথা পড়তে ও লিখতে বলা ।
(ঘ) ছাত্রদের পড়ায় আগ্রহী হতে বলা ।

১৫. যে পাঠে পাঠকের আনন্দ দানকারী পাঠ্য বই এবং সাধারণ পাঠ দক্ষতার বিকাশ কৌশলকে অন্তর্ভুক্ত করা হয়, তা হল ---
(ক) নিবিড় পাঠ
(খ) বিস্তারিত পাঠ
(গ) পূর্ব পাঠ
(ঘ) উত্তর পাঠ

 

১৬. ধারাবাহিক লেখার ক্ষেত্রে নিন্মলিখিত কোনগুলি অনুসরণ করা হবে ?
(ক) শব্দ সীমা
(খ) আলঙ্কারিক ভাষার ব্যবহার
(গ) সম্বন্ধ সূচক বিশেষণের ব্যবহার
(ঘ) ধারণার সংগোষ্ঠী

 
১৭. পাঠ পূর্ববর্তী আবশ্যিক কাজ বলতে যা বোঝায় ----
(ক) কঠিন শব্দের অর্থ বলে দেওয়া ।
(খ) উক্ত পাঠে যেসব ব্যকরণগত বিষয় বা নিয়ম ব্যবহৃত হয়েছে তা ব্যাখ্যা করা ।
(গ) শিক্ষার্থীদের পাঠের বোধশক্তি বিষয়ে ধারণা তৈরি করা ।
(ঘ) পাঠ বিষয়ে ছাত্রদের পূর্ববর্তী জ্ঞানকে সক্রিয় করার মাধ্যমে তাদের তৈরি করা ।

 

১৮. লেখা হল একটি ----- এবং ------ নয় ।
(ক) পদ্ধতি, উৎপাদন
(খ) উৎপাদন, পদ্ধতি
(গ) পদ্ধতি, হাতের লেখার অনুশীলণ
(ঘ) হাতের লেখার অনুশীলন, পদ্ধতি

 

১৯. একজন শিক্ষক ছাত্রদের লেখার দক্ষতার বিষয়ে অভিমত দেবেন, এখন তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়ে মনোযোগ দেবেন, তা হল ---
(ক) আলঙ্কারিক ভাষার ব্যবহার
(খ) নির্ভুল বানান
(গ) ব্যাকরণগত ভাবে নির্ভুল কাঠামো
(ঘ) ধারণার প্রকাশ

 

২০. ভাষা শেখার ক্ষেত্রে সামাজিক মেলামেশা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এই বার্তা যার সাথে যুক্ত, তিনি হলেন ----
(ক) চমস্কি
(খ) পিগেট
(গ) ভাইগোটক্সি
(ঘ) স্কিনার

No comments