Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

প্রাইমারি টেট : বাংলা পেডাগগি (সেট - 02)

১. একটি পাঠ্য পড়ার সময় নিন্মলিখিতের মধ্যে কোন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ? (ক) একটি পাঠের অর্থ বোঝা (খ) দ্রুত পড়া (গ) সঠিক উচ্চারণের সাথে পড়া (...


১. একটি পাঠ্য পড়ার সময় নিন্মলিখিতের মধ্যে কোন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ ?
(ক) একটি পাঠের অর্থ বোঝা
(খ) দ্রুত পড়া
(গ) সঠিক উচ্চারণের সাথে পড়া
(ঘ) প্রতিটি বিরাম চিহ্ন সঠিকভাবে ব্যবহার করা


২. বলার দক্ষতায় যেটা গুরুত্বপূর্ণ ----
(ক) সুস্পষ্ট ও যথাযথ উচ্চারণ
(খ) বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা
(গ) নমনীয়ভাবে বলা
(ঘ) আলঙ্কারিক ভাষা ব্যবহার

 

৩. একজন শিক্ষক প্রকৃত সংযোগ গড়ে তোলার জন্য ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে ছাত্রদের সেই ভূমিকায় অভিনয় করার নির্দেশ দিলেন । এরপর তিনি ছাত্রদের দেওয়া ভূমিকা অভিনয়ের ভিতর থেকে কিছু প্রাসঙ্গিক নিয়ম বের করার চেষ্টা করলেন এবং সেই নিয়ম অনুসারে কিছু অনুশীলন দিলেন । তিনি যেটা পড়াচ্ছেন -----

(ক) সুনির্দিষ্টভাবে নির্দেশিত ব্যাকরণ
(খ) বিচ্ছিন্নভাবে ব্যাকরণ
(গ) প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ
(ঘ) বিশেষ পরিস্থিতি বা সমস্যা সম্পর্কে চিন্তা করে তা বোঝার জন্য সাধারণ সত্য জ্ঞান ব্যবহারের পদ্ধতি ।


৪. একটি ভাষা শিখতে গিয়ে একটি শিশু যে সুনির্দিষ্ট সমস্যার সম্মুখিন হয় এবং যে পরীক্ষা একজন শিক্ষককে তা বুঝতে সাহায্য করে, তা হল ----

(ক) বিচক্ষণ বিন্দু পরীক্ষা
(খ) কারণ অনুসন্ধান পরীক্ষা
(গ) সংযোকারী পরীক্ষা
(ঘ) সমস্যা সমাধান পরীক্ষা


৫. শ্রেণীকক্ষে উন্নত পরিবেশের ছাপ বলতে বোঝায় ---

(ক) বড় আয়তনের অক্ষর সাঁটা হবে যাতে উচ্চস্বরে পড়া যায়
(খ) দেওয়ালে ছবিসহ রঙিন কবিতা আঁকা হবে
(গ) শ্রেণীকক্ষের দেওয়ালগুলি রঙিন হবে
(ঘ) দেওয়ালে এমন লিখিত বিষয় সাঁটা থাকবে, যেগুলি মূল ধারণার সাথে সংযুক্ত


৬. একজন ভাষা শিক্ষক সমস্ত ছাত্রের শেখার শৈলির চাহিদা পূরণ যেভাবে করতে পারেন--
(ক) প্রতিটি শব্দ পড়ানো এবং তারপর অনুবাদ করে ও পাঠকে বারংবার অভ্যেস করে ।
(খ) ধারবাহিকভাবে শিশুদের মূল্যায়ণ করে ।
(গ) কেবল পড়াশোনা নয় একই সাথে ছাত্রদের নাচ / সংগীত / খেলা / আঁকার ক্লাসে যাওয়ার জন্য উৎসাহিত করা ।
(ঘ) ছাত্রদের স্বতন্ত্রভাবে চাহিদা পূরণের জন্য একগুচ্ছ শিক্ষণ পদ্ধতি ও কৌশল এবং মূল্যায়ণের পদ্ধতি ব্যবহার করা ।


৭. ‘পোর্টফলিও’ সম্পর্কে নিন্মলিখিত কোন বাক্যটি সঠিক ?
(ক) এটা লেখার অভ্যাস তৈরি করায়
(খ) এর প্রধান উদ্দেশ্য হল ছাত্রদের কাজ সংগ্রহ করা এবং তাকে সুরক্ষিত রাখা
(গ) এটা শিক্ষকের সময় বাঁচায় এবং ছাত্রদের ব্যস্ত রাখে
(ঘ) এটা শিক্ষকের ছাত্রদের ক্রম উন্নতি মাপতে সাহায্য করে ।


৮. ভাষা দক্ষতায় কোন দুটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে ?
(ক) প্রকৃত উচ্চারণ এবং নিবিড়ভাবে পড়া
(খ) লিপ্যান্তর এবং ভালো হাতের লেখা
(গ) নিখুঁত এবং সাবলীলতা
(ঘ) উপর উপর পদা এবং খুঁটিয়ে পড়া ।


৯. একজন শিশু যেভাবে মাতৃভাষা শেখে ---

(ক) লেখার মধ্য দিয়ে
(খ) একটি প্রথাগত শিক্ষা পদ্ধতিতে
(গ) শোনার মধ্য দিয়ে
(ঘ) বলার মধ্য দিয়ে


১০. নিন্মলিখিত কোনটি উৎপাদনশীল দক্ষতার শ্রেণীতে পড়ে ?
(ক) বলা এবং লেখা
(খ) বলা এবং শোনা
(গ) পড়া এবং লেখা
(ঘ) পড়া এবং শোনা


১১. ভারতের সংবিধান অনুযায়ী বর্তমানে কতগুলি ভাষা অষ্টম খসড়ায় উল্লিখিত আছে ?
(ক) ১৬
(খ) ২০
(গ) ২২
(ঘ) ২৪


১২. স্বরভঙ্গি হল -------
(ক) শরীরের অঙ্গ
(খ) শব্দ
(গ) বাতাস
(ঘ) সুরের উচ্চতার মাত্রা।


১৩. একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিন্ম লিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ?

(ক) বই পড়া
(খ) নাটক বা সিনেমা দেখা
(গ) ঞখগ এর ব্যবহার (পঠন শিক্ষণ প্রনালী)
(ঘ) সামাজিক মেলামেশা


১৪. ভাষা শেখা খুব সহজ হবে, যদি -------
(ক) পাঠ্য বই
(খ) কোনো রকম পরীক্ষা না থাকে
(গ) যদি সমৃদ্ধ ভাষা প্রতিবেশ পাওয়া যায়
(ঘ) লেখার আগে যদি ব্যাকরণ অভ্যাস ও অনুশীলনে বেশি সময় দেওয়া যায় ।


১৫. কোন ভাষা আনুষ্ঠানিক পদ্ধতিতে শিক্ষকের সাহায্যে শেখা হয় ?
(ক) মাতৃভাষা
(খ) ঘরের ভাষা
(গ) প্রথম ভাষা
(ঘ) দ্বিতীয় ভাষা


১৬. একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে নিন্ম লিখিতের মধ্যে কোনটি ঘরোয়া পদ্ধতি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে ?
(ক) ভাষা শিক্ষাকেন্দ্র
(খ) বিদ্যালয়
(গ) ভাষা পরীক্ষাগার
(ঘ) ঘরের পরিবেশ


১৭. রাকেশ বাড়িতে বেশি কথা বলে না । কিন্তু স্কুলে অনেক কথাই বলে । এটা যা দেখায় -------
(ক) সে তার বাড়ি পছন্দ করে না ।
(খ) তার চিন্তা ভাবনা স্কুলে মান্যতা পায় ।
(গ) স্কুলে বন্ধুদের সাথে তার সব কথা বলতে পারে ।
(ঘ) শিক্ষকরা শ্রেণীকক্ষের নিয়মানুবর্তীতার দিকে প্রায় কোনো দৃষ্টি নেন না ।


১৮. যে গল্প ইতিপূর্বেই ছাত্ররা পড়েছে তাকে আবার বলতে বলা, শিক্ষককে যা নির্ধারণ করতে সাহায্য করবে, তা হল ---
(ক) উচ্চারণ
(খ) বানান
(গ) স্মুতিশক্তি
(ঘ) বোধশক্তি


১৯. লেখার অসুস্থতা হল ----
(ক) ডিসকেলুলিয়া
(খ) ডিসফোবিয়া
(গ) ডিলেক্সিয়া
(ঘ) ডিসগ্রাফিয়া


২০. বলার দক্ষতায় যেটা গুরুত্বপূর্ণ ----
(ক) নমনীয়ভাবে বলা
(খ) আলঙ্কারিক ভাষা ব্যবহার
(গ) সুস্পষ্ট এবং যথাযথ উচ্চারণ
(ঘ) বিষয় এবং অবস্থা অনুযায়ী বলা

No comments