Page Nav

HIDE

Classic Header

{fbt_classic_header}

NEW :

latest

স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের (পাস কোর্স) প্রশ্নপত্র - ২০১২.

   বাংলা (পাস কোর্স) ২০১২   



   বাংলা (পাস কোর্স) ২০১২   

(2012 সালের পর পাঠ্যসূচীতে বদল ঘটায় শুধুমাত্র সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ থেকে আসা প্রশ্নপত্র তুলে ধরা হল )

১) ঘনরম চক্রবর্তী তাঁর ধর্মমঙ্গল কাব্যকে কী কী নামে অভিহিত করেছিলেন ?অন্তত দুটি নাম উল্লেখ করুন। মধ্যযুগের কোন্ কবি তাঁর কাবকে ‘নৌতন মঙ্গল’ এবং কোন্ কবি তাঁর কাব্যকে 'নূতন-মঙ্গল' নামে অভিহিত করেছিলেন, লিখুন।
২) ‘রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী’—কার রচনা? তাঁর রচিত প্রথম উপন্যাস কী? সেটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? 
৩)  মালাধর বসুর কাব্য কবে রচিত হয়েছিল? তাঁর কাব্যের নাম কী? এটি কোম্ রার কাব্য? এই কাব্যের মূল বৈশিষ্ট্য কী?
৪) ‘মেঘনাদ বধ কাব্য' কবে রচিত হয়েছিল? বাংলা সাহিত্যে কাব্যটির স্বতন্ত্র গুরুত্বের কারণ কী? এটি কোন ধারার কাব্য?
৫)'পথের পাঁচালী’, ‘এষা’, ‘শর্মিষ্ঠা’, ‘জাগরী’–এই গ্রন্থগুলির প্রকাশকাল ও শ্রেণি পরিচয় লিখুন।

বঙ্গানুবাদ করুন : 
৬) Those who were present broke into a chorus.
৭) Most animals have their own particular habit.
৮) Good manners are the secret of making and keeping friends. When you speak to any one, speak clearly and distinctly.
৯) The most important thing for a citizen is simply to be a good man, he must thy to be honest just and merciful in his private life.
১০) The world is like a looking glass; if you smile, it smiles, if you frown, it frowns back.
১১) Labour means toil an exertion either physical or mental; no labour in mean or low.
১২) His old wrinkled face expressed a short of gasping agony.
১৩) প্রকৃতি প্রত্যয় নির্ণয় করুন : শৈশব, দ্রাঘিমা, বক্তা, ব্যাঙাচি ।
১৪) একটি করে উদাহরণ দিন :
(ক) সন্ধ্যক্ষর 
(খ) উষ্মধ্বনি 
(গ) সংবৃত স্বরধ্বনি 
(ঘ) অযোগবাহ ধ্বনি।
১৫) উৎপত্তির ভিত্তিতে প্রদত্ত শব্দসমূহের বর্গ নির্ধারণ করুন :  খোকা, মেয়ে, হাটবাজার, ইস্পাত।
১৬)  নীচের শব্দগুলিতে ধ্বনি পরিবর্তনের কোন্ কোন্ নিয়ম রক্ষিত হয়েছে তা মূল শব্দের উল্লেখসহ লিখুন : 
         দুয়ার, পেনেটি, দুগ্ধ, ননী।
১৭) নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করুন:
(ক) তাহার আভাস পাইতাম কিন্তু সন্ধান পাইতাম না (সরল বাক্য) 
(খ) কিছু আহার দিয়া আমার প্রাণ রক্ষা করুন। (জটিল বাক্য)
(গ) গল্পটা সবাই জানে। (নঞর্থক বাক্য)
(ঘ) কিন্তু হাকিমের দয়া হল না। (প্রশ্নবোধক বাক্য)

No comments